সোহান খান:
রাজবাড়ীর কালুখালীতে ২টি ১৪৪ ধারা জারিকৃত জমিতে বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে।
উপজেলার মৃগী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মহানন্দ গোস্বামীর স্ত্রী অঞ্জনা রানী সান্যাল ও একই গ্রামের দৈব চরন সান্যাল এর পুত্র দিনেশ বাবু সান্যাল বাদী হয়ে রাজবাড়ী আদালতে যথাক্রমে মিস, পিটিশন মামলা নং- ১৮২/২৫ ও মিস,পিটিশন মামলা নং- ২০২/২৫ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজবাড়ী/৪৫৪ (২) ধারা ১৪৪/১৪৫ ফৌজদারী কার্যবিধি ২০/০৪/২০২৫ খ্রিঃ, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজবাড়ী/৩৬০ নং বিবাদী একই গ্রামের মৃত. আনন্দ মোহন সান্যাল এর পুত্র অমল কান্তি সান্যাল, অমিয় সান্যাল ও রঞ্জন সান্যাল কে আসামী করা হয়।
কালুখালী উপজেলার চন্ডিপুর মৌজার মধ্যে বিএস ২৩০ নং খতিয়ানভুক্ত বিএস ৪৪ নং দাগে ১ আনায় বাড়ী ৩৫ শতাংশ মধ্যে ১২ শতাংশ ও বিএস ৪০ নং খতিয়ানের ৪৪নং দাগের বাড়ী শ্রেণী ৬৯ শতাংশ মধ্যে ৩৪ শতাংশ তন্মধ্যে .৩৩৩ সহ ১৩,৩২ শতাংশ পূর্ব-পশ্চিম লম্বা দাগে উত্তর পশ্চিমাংশে বাদীদ্বয়ের দাবিকৃত জমি।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩টায় সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, বিবাদী পক্ষ কোর্টের ১৪৪ ধারা জারিকৃত জমিতে পাকা স্থাপনা বাড়ী নির্মাণ করছে। অভিযুক্ত অমল কান্তি সান্যাল এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগকারীরা যে অভিযোগ করেছে আমি তাদের জমির মধ্যে কোনো পাকা স্থাপনা করছি না।
অভিযোগকারী অঞ্জনা রানী সান্যাল বলেন, আমার জমিতে তারা জোরপূর্বক বাড়ি নির্মান করছে। আমি আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে রায় দেবে আমি তা মেনে নিবো। আদালতের নিষেধ সত্বেও তারা কিভাবে বাড়ী নির্মাণ করছে?
এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আমি খুব দ্রæত ব্যবস্থা নিচ্ছি।