সোহান খান:
রাজবাড়ীর কালুখালীতে সিএসএস এর উদোগে দিনব্যাপী সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় সিএসএস এর কালুখালী শাখা কার্যালয়ে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন রাজবাড়ী অঞ্চল এর রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম উর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা হাঙ্গরি এর নির্বাহী পরিচালক ডাঃ আবু হাসান, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসএস এর কালুখালী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল হোসেন মোল্লা।
রোগী দেখেন ডাঃ মোঃ নিয়ামত উল্লাহ। এমবিবিএস (ঢাকা) ট্রেইন্ড ইন এনেসথেিসওলজি এন্ড পেডিয়াট্রিক মেডিসিন, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য)
কালুখালী অঞ্চলের প্রায় দুইশত রোগী ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা নিয়েছেন।