Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালী ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপী বৃক্ষরোপণ

শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কালুখালী ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপাী উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

এ কর্মসূচীর আওতায় গত ২৬ ও ২৭ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ, চন্দনা নতুন আর্চ ব্রিজ প্রাঙ্গন সহ বিভিন্ন এলাকায় ৩০০ পিস তালের বীজ সহ পেয়ারা, ডালিম ও আমড়ার চারা রোপণ করা হয়।

আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ বৃক্ষরোপনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মোঃ আবু জালাল, ডাঃ আশরাফুজ্জামান, ডাঃ আজাদ হোসেন, কালুখালী ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক জনি গোপাল বসু, প্রচার সম্পাদক রামেজ খাঁন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কালুখালী ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাসুদ রানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের সুন্দর ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের জন্য এই পৃথিবী সুন্দর রাখতে বেশি বেশি করে ফলজ, ঔষুধী ও বনজ গাছ রোপণ করতে হবে। কালুখালী ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই আর্থ সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। করোনাকালীন সময়ে আমারা আমাদের সাধ্য অনুযায়ী কর্মহীন মানুষকে সহযোগীতা করেছি। উপজেলার মধ্যে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছি। ভবিষ্যতে আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণ মূলক কর্মসূচী চলমান থাকবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!