রাজবাড়ীর কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এসময় কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, সহকারী প্রোগ্রামার মোঃ মিলন হোসেন, সাওরাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামানিক, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলায় ফাইনালে কালিকাপুর ইউনিয়ন কে ০-১ গোলে পরাজিত করে সাওরাইল ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




