কালুখালীর পাড়াবেলগাছী মফিজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫১নং পাড়াবেলগাছী মফিজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে অত্র বিদ্যালয়ে এসে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষকবৃন্দের সাথে শিক্ষার মান উন্নয়নে দিক নিদের্শনামূলক পরামর্শ প্রদান করেন।
এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান, মোঃ মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী মনিটরিং অফিসার আনন্দ চন্দ্র কুন্ডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা কুন্ডু, অজয় দত্ত, সহকারী শিক্ষক সুফিয়া খাতুন, সামিরা আক্তার, পল্লবী প্রামানিক ও সালমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।




