Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে নিখোঁজ জিডির সূত্র ধরে বৃদ্ধের লাশ উদ্ধার

নিখোজ জিডির সূত্র ধরে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ীয়া গ্রামের আমিরুল ইসলাম আমান এর ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাংকের ভিতর হতে মোঃ মোশারফ মোল্লা (৫৪) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা (সার্কেল) সুমন কুমার সাহা। নিহত মোশারফ মোল্লা একই গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

এঘটনায় নিহত মোশারফ মোল্লার মামাত ভাই রান্নু শাহ (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

এবিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, নিহত মোশারফ মোল্লা গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ হয় এবং পরদিন ৯ নভেম্বর কালুখালী থানায় একটি সাধারণ ডায়রী করে তার মেয়ে মোছাঃ জেমি (৩৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই হাসানুজ্জামান দয়িত্ব পালন করে। সেই সূত্রে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নেই ও অনুসন্ধান করতে থাকি। এক পর্যায়ে রান্নু শাহকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মোশারফ মোল্লাকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

ঘটনার সূত্রপাতের বিষয়ে ওসি বলেন, রান্নু শাহ ও মোশারফ মোল্লা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। মোশারফ মোল্লা রান্নু শাহ এর কাছে এক লক্ষ টাকা ধার দিয়েছিলো। পরে সেই টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ঘটনার দিন রাতে রান্নু শাহ মোশারফ মোল্লাকে ফোন করে ডেকে এনে ঘটনাস্থলে গলায় নেট পেঁচিয়ে মোশারফ মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করে। তার পর আমিরুল ইসলামের বাড়ির ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাংকের ভিতরে রেখে চলে যায়।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কালুখালী থানায় ৩০২/২০১ ধারায় একটি মামলা রজু হয়েছে। মামলা নং- ০৭, তাং-১২/১১/২০২২ ইং।

এঘটনায় রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!