নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা ময়না বেগম (৬০) নিহত হয়েছে।
নিহত মহিলা উপজেলার মৃগী ইউপির গাং বথুন্দিয়া গ্রামের মৃত আফেল উদ্দিন শেখ এর স্ত্রী।
উপজেলার রতনদিয়া ইউপির মহিমশাহী চাঁদপুর নামক স্থানে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালী গামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে নিহতের পুত্র গোলাম মোস্তফা জানায়, গত তিন দিন পূর্বে তার মাতা রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামে মেয়ের বাড়ীতে বেড়াতে আসে। আজ (বৃহস্পতিবার) বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে চাঁদপুর বাসষ্ট্যান্ডে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
সংবাদে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নুরুল আলম ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে রেলওয়ে পুলিশের রাজবাড়ী থানার এসআই মশিউর রহমান ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স সহ এসে লাশের সুরতহাল রিপোর্ট করেন।