নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে জার্মানির সব প্রদেশে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, সর্বশেষ প্রদেশ হিসেবে ব্রেমেন শুক্রবার এই বিষয়ে ঘোষণা দেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিবহণ থেকে শুরু করে শপিংমলে অবস্থানের সময় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
গত সপ্তাহে লকডাউন শিথিল করার সময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মাস্ক ব্যবহারের ওপর সবাইকে গুরুত্ব দিতে বলেন।
মাস্ক ব্যবহার নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম অনুসরণ করা হচ্ছে। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া শপিংয়ের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে। সুইজারল্যান্ড আবার এই ধরনের নিয়ম পছন্দ করে না।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, জার্মানিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৩৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজার ১৪০ জন। সেরে উঠেছেন ৯০ হাজার ৭৫০ জন।
চীন, আমেরিকা, ব্রিটেনের মতো জার্মানিও একটি ভ্যাকসিন তৈরি করেছে। হিউম্যান ট্রায়ালের জন্য বুধবার সেটি সরকারি অনুমোদন পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের সহযোগিতায় গোটা পৃথিবীতে ৮০টির মতো প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। এর মধ্যে চীনের এবং আমেরিকার একটি করে প্রতিষ্ঠান ইতিমধ্যে মানুষের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল দিয়েছে। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি দেবে বৃহস্পতিবার।