Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

বিশ্বে আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ৮২ হাজার ৩৬০ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ১৮ হাজার ৩১৬ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৮৫১ জন।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৫২ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৮ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৮০ হাজার।

একদিনে এক হাজার ১১২ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ৬ হাজারের বেশি প্রাণ গেল। এছাড়া মোট ৭১ লাখ ৩৯ হাজারের বেশি সংক্রমিত।

এদিকে গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ৯০৬ জনের মৃত্যু দেখেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। নতুন ৩২ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৪৬ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!