নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইমামুজ্জামান চৌধুরী রিটো।
তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মরহুম নাজির হোসেন নিলু চৌধুরীর পুত্র।
দীর্ঘদিন ধরে তিনি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছেন এবং সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন। রাজবাড়ী জেলার ৩টি উপজেলার সকল জনসাধারনের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী। রাজবাড়ী-২ আসনের খেটে খাওয়া মানুষের প্রার্থী। শ্রমিক ও জনতার প্রার্থী হতে চাই। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ভোটারবৃন্দ আমাকে নির্বাচিত করলে তাদের জন্য কাজ করবো। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে কাজ করবো। আমার দাদা মরহুম খান বাহাদুর ইউসুফ হোসেন চৌধুরী পূর্ব পাকিস্তানের সাবেক চীফ হুইফ ছিলেন আমার বাবা মরহুম নাজির হোসেন নিলু চৌধুরী রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাদের উত্তরসূরী হিসেবে আমি আপনাদের সামনে দাড়িয়েছি। নির্বাচনে সকল প্রার্থীদের মধ্যে ধর্মভীরু, সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন।



