রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের কলাগাছ দূর্বৃত্ত কর্তৃক কেটে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামে আর্চ ব্রিজ সংলগ্ন এ জমিতে গেলে ৭২টি কলাগাছ কেটে ফেলেছে দেখা যায়।
প্রতিবেশী আইনাল মৃধা বলেন, মোকসেদ মন্ডল দীর্ঘদিন এই জমি চাষাবাদ করছেন। রাতের আঁধারে কারা এরকম কাজ করলো জানি না। মানুষের সাথে মানুষের শত্রæতা থাকতে পারে গাছের সাথে এ কেমন শত্রæতা?
জমির মালিক মকসেদ মন্ডল বলেন, মোহনপুর মৌজার ০৬ নং দাগের ৬.২০ শতাংশ জমি আমার শ্বাশুড়ি আলেয়া বেগম এর নামে। জমিটিতে দীর্ঘদিন আমরা ভোগদখল করছি। ৪/৫ মাস আগে এখানে আমি কলাগাছের চারা রোপন করেছিলাম। গতরাতে কে বা কারা আমার সকল কলাগাছ কেটে দিয়েছে তা আমি জানি না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




