নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে কৃষকের পাটক্ষেত নষ্ট করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের মৃত আব্বাস আলী বিশ্বাস এর পুত্র মোঃ ওলফেদ আলী বিশ্বাস চন্ডিপুর মৌজায় বিএস ১/১ খতিয়ানের ৪৬৪, ৫৯৫ নং দাগের ৩৩ শতাংশ জমি দীর্ঘ ভোগদখল করে আসছিলেন। উক্ত জমিতে পাট রোপন করেছিলেন। গত ২১ এপ্রিল মৃগী ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মোঃ নুরুল ইসলাম এর পুত্র মোঃ ফিরোজ হোসেন সহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে উক্ত জমির পাট ভেঙ্গে ফেলে। তাতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গেলে মোঃ ওলফেদ আলী বিশ্বাস জানান, আমি দীর্ঘদিন যাবত ডিসিআর কেটে সরকারী রাজস্ব পরিশোধ করে ভোগ দখল করে আসছিলাম। উক্ত জমিতে পাট রোপন করি। গত ২১ এপ্রিল ফিরোজ এসে আমার পাট নষ্ট করে চলে যায়। সে কি কারণে এই কাজ করলো আমরা জানি না। এ ব্যপারে আমি কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। জিডি নং-১০৩০, তারিখঃ ২২/০৪/২০২৫ ইং। আশা করি প্রশাসন এর সঠিক বিচার করবেন।
এ ব্যপারে ফিরোজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখন বাহিরে আছি। আপনাদের সাথে পরে কথা বলবো।