৯-১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ীর কালুকালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপণ উপলক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় মদাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত মা সমাবেশে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুতপা রাণী কর্মকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূর, সহকারী পরিচালক ইসতিয়াজ ইউনুস, এডিসিসি ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ শাহ নেওয়াজ এছাড়াও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিউর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সাফিয়া খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মা সমাবেশে বক্তারা গর্ভকালীন চেকআপ, গর্ভবতী মায়েদের বিপদ সংকেত এবং নবজাতকের যতœ, মায়েদের খাবার ও শিশুদের পুষ্টিকর খাবারের ব্যপারে সকলকে সচেতন হতে বলেন এছাড়াও গর্ভবতী মায়েদের গর্ভকালীন সমস্যা শোনেন এবং পরামর্শ প্রদান করেন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সকলকে সহযোগীতা করার জন্য সব সময় সেবা প্রদানের কথা জানানো হয় এবং নরমাল ডেলিভারী করানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।