রাজবাড়ী জেলাধীন কালুখালীতে শারদীয় দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
সোমবার সন্ধ্যায় উপজেলার মদন মোহন জিউ সার্ব্বজনীন দূর্গা পূজা মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি মন্দিরে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্যদের সাথে নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রদান করেন।
এসময় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আঃ গণি, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, সাধারণ সম্পদক যাদব কুমার দত্ত, মন্দিরের সভাপতি তরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক জগন্নাথ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।