Newsun24

Most Popular Newsportal

জাতীয় রাজবাড়ী

কালুখালীতে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

রাজবাড়ীর কালুখালীতে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে।
শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করেছে।

সকাল ১০টায় উপজেলা শহরের চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালুখালী থানা, পাংশা হাইওয়ে থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব জোনাল অফিস, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, অগ্রণী ব্যাংক লিঃ কালুখালী শাখা, সোনালী ব্যাংক লিঃ কালুখালী শাখা, ইউনিয়ন ব্যাংক লিঃ, রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগ, কালুখালী মহিলা কলেজ সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যনা শেখ এনায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শ্রী তরুণ কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল সহ অন্যান্যরা। আলোচনা শেষে বঙ্গবন্ধু তার স্বপরিবারের শাহাদৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!