পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
পাংশা সরকারি কলেজের আয়োজনে দিবসটি উপলক্ষে রোববার (১৪ আগস্ট) কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা সহ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টায় কলেজ চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কলেজ কর্তৃপক্ষ।
এ সময় পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোর্শেদ রঞ্জু সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।