রাজবাড়ীর কালুখালীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় চার নেতার জেলা হত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু, সোহেল আলী মোল্লা, সদস্য সেলিম উর রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের তার বক্তব্যকালে বলেন, বাঙ্গালী জাতির জীবনে কলঙ্কময় দিন ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। সেদিন জাতীয় এই চার নেতাকে হত্যা না করা হলে বাংলাদেশ আজ আরও এগিয়ে যেত। বাংলাদেশ গঠনে জাতীয় চার নেতার বিরাট ভূমিকা ছিলো। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
পরে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন রতনদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আঃ মালেক।