॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম এর জন্মদিন পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সোনাপুর বাসষ্ট্যান্ড মোড়ের পাশে অবস্থিত তার ডেইরি ফার্মের অফিস কক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে উপস্থিত সকলকে নিয়ে বিশাল একটি কেক কাটা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম, সাবেক রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, আব্দুর রশিদ, মোঃ জামাল সরদার, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আশরাফুল আলম সুজন, মিয়া মাহমুদুল হাসান শাহীন, ছাত্রলীগ নেতা সোহেল রানা, শরিফুল ইসলাম সবুজ, শরিফুল ইসলাম টুটুল, মেহেদী হাসান রিদয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় কাজী সাইফুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, আজকের এই অনুষ্ঠান আয়োজনকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আপনারা সকলেই এই করোনার মধ্যে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলুন, সুস্থ্য থাকুন।