॥কালুখালী প্রতিনিধি॥
বাংলাদেশ হেফাজতে ইসলামের হরতাল ডাকের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি রতনদিয়া বাজারের আশপাশ রাস্তা পদক্ষিন করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
এসময় সংক্ষিপ্ত এক পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে হেফাজতে ইসলামের অবৈধ হরতাল করতে দেওয়া হবে না। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশনা মোতাবেক আমরা মাঠে ছিলাম আছি এবং থাকবো।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের এর সঞ্চালণায় উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন বক্তব্য রাখেন।
এছাড়াও আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন সরদার, এবিএম রোকনুজ্জামান, আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি) সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।