শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে বোয়ালিয়া মোড় বন্ধু সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া মোড় হতে বিশাল একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিণ করে চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় বোয়ালিয়া মোড় বন্ধু সংগঠনের সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন সোহেল ও কোষাধ্যক্ষ মোঃ সজিব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।