Newsun24

Most Popular Newsportal

আরো করোনা ভাইরাস স্বাস্থ্য

করোনা: সুস্থ হওয়ার কতদিন পর কাজে ফিরবেন?

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

অনেকেই হয়ত জানেন না, করোনা আক্রান্ত হওয়ার ঠিক কতদিন পর সুস্থ হয়ে আবার কাজে ফেরা যাবে?

জেনে রাখা ভালো, কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর করোনা রিপোর্ট নেগেটিভ হলে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে কাজে ফেরা যাবে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর অনেকের কাজে ফিরতে অসুবিধা হচ্ছে। এ ক্ষেত্রে যে কেউ করোনা আক্রান্ত হলে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। উপসর্গমুক্ত হলে তিনি আরো ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে কাজে ফিরবেন।

নাসিমা সুলতানা বলেন, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সময়টিকে ১০ দিন বলেছে। তবুও অতিরিক্ত সতর্কতা বিবেচনায় আমরা লক্ষণ, উপসর্গমুক্ত হওয়ার পরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলছি।

যারা নিয়োগকারী আছেন, তারা এ বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের কাজে ফিরতে সহায়তা করবেন। এ ক্ষেত্রে আর কোনো পরীক্ষার দরকার হবে না।

এদিকে আজ নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯২৬ জনের মৃত্যু হলো।

এছাড়া দেশে নতুন করে আরো চার হাজার ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!