Newsun24

Most Popular Newsportal

খেলাধুলা

ম্যাচের আগে যে তিনজনকে ফোন করেন মাশরাফি

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

২০০১ সালে খেলোয়াড়ি জীবন শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। টি-টোয়েন্টির পর চলতি বছরে(২০২০) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাশরাফি। তবে দীর্ঘ প্রায় দুই দশকের এ যাত্রায় একটি কাজ করতে কখনও ভোলেননি বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম এ অধিনায়ক। কাজটি হলো যেকোনো ম্যাচের আগে নিজের মা, স্ত্রী এবং মামাকে ফোন করা।

জানা গেছে, শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, যেকোনো ঘরোয়া লিগ এমনকি প্রস্তুতি ম্যাচের আগেও এ তিনজনকে ফোন করেন নড়াইল এক্সপ্রেসখ্যাত এ পেসার।

গতকাল শনিবার রাতে তামিম ইকবালের সর্বশেষ লাইভ আড্ডায় যোগ দেন পঞ্চপাণ্ডবের তিন সদস্য মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। সেই আড্ডায় মাশরাফিকে তামিম জিজ্ঞেস করেছিলেন, ‘মাশরাফি ভাই, যেকোনো ম্যাচের আগে দেখি আপনি মা এবং মামাকে ফোন করেন। মায়ের ব্যাপারটা বুঝতে পারি সবাই, কিন্তু মামার ব্যাপারটা একটু আলাদা লাগে। এর কোন বিশেষ কারণ রয়েছে?’

জবাবে কারণটা ভেঙে বলেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি একটু বলি, (ম্যাচের আগে) আমি তিনজনকে ফোন করি। বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীকে সব সময় ফোন করি। মায়ের ব্যাপারটা তোরা সবাই বুঝতে পারিস, আমি জানি।’

মাশরাফি আরো বলেন, ‘আর মামার বিষয়টা হচ্ছে যে, ছোটবেলাই থেকে আমি মামার কাছে বড় হয়েছি। তো আছে না, মনের একটা সাহস… তাদের সঙ্গে কথা বললে আমি ভেতর থেকে একটা শক্তি আসে। তাই এ তিনজনের সঙ্গে আমি সবসময়ই ফোনে কথা বলি। আরেকজনের সঙ্গেও বলি, সেটা আর এখানে নাম বললাম না।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!