নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে সোমবার (৩০ মার্চ) সকাল ১০ টায় নভেল করোনা ভাইরাস এর বিস্তার রোধে রতনদিয়া বাজার সহ আশপাশ এলাকায় জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
শেখ রাসেল ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ জীবানুনাশক স্প্রে করাকালীন উপস্থিত ছিলেন সংঘের আহবায়ক এনামুল হক সেতু, যুগ্ম আহবায়ক রাজিব সরকার, সদস্য মৃত্যুঞ্জয় হালদার, সরুপ বিশ্বাস, রায়হান চৌধুরী লিঠু, কানন মন্ডল, তুরান হাসান, রাজিব মন্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এবিষয়ে আহবায়ক এনামুল হক সেতু বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর বিস্তার রোধে আমরা নিজ নিজ অবস্থান থেকে এ কার্যক্রম পরিচালনা করছি।