মো. শামীম হোসেন, রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় লুৎফর রহমান মেমোরিয়াল শিক্ষাবৃত্তি ও দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ.এইচ. হাই স্কুলের আয়োজনে শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কসবামাজাইল আতাহার হোসেন হাই স্কুলের মাঠে আনুষ্ঠানিক ভাবে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে লুৎফর রহমান মেমোরিয়াল শিক্ষাবৃত্তি ও ২৮ জন শিক্ষার্থীকে দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ.এইচ.হাই স্কুল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অত্র স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সম্মা স্বারক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
কসবামাজাইল এ.এইচ.হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ.এইচ.হাই স্কুলের উপদেষ্টা কাজী মিনহাজুল আলম মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শারিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন মন্ডল (সাম), দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ.এইচ.হাই স্কুলের এ্যাডমিন ইমন খাঁন সহ প্রতিষ্ঠানটি অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Newsun24
Most Popular Newsportal