নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে আজ সোমবার রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার মদাপুর ইউপির গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘ এর উদ্দ্যোগে গান্ধিমারা বাজারে সচেতনতা মুলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে।
গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘ এর এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রানঘাতী করোনা মুক্ত না হয়। আসুন সবাই সামাজিক দুরত্ব বজায় রাখি, নিজে সচেতন হই অপরকে সচেতন করি, নিজে বাঁচি অপরকে বাঁচাই।
এসময় উপস্থিত ছিলেন গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘ এর সহ সভাপতি এস এ সেলিম ও আজাদ মন্ডল; সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, সহ সাধারন সম্পাদক রফিক খান, সহ ক্রীড়া সম্পাদক রাসেল সেখ, ত্রান সম্পাদক নয়ন সেখ, সদস্য লিমন, সুব্রত প্রহল্লাদ, উপদেষ্টা সুশিল প্রামাণিক ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ জিলাল মোল্লা, ব্যাবসায়ী জনাব সাইদুর রহমান সাঈদ সহ অনান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।