সোহান খান:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিএসএস এর উদোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় সিএসএস এর বালিয়াকান্দি শাখা কার্যালয়ে রাজবাড়ী অঞ্চল এর রিজিওনাল ম্যানেজার মোঃ শামিমুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন বালিয়াকান্দি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মীর মিজানুর রফিক। এসময় সহকারী শিক্ষক রওশন জাহান মিলি, সিএসএস এর বালিয়াকান্দি শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ মুকুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রোগী দেখেন ডাঃ মোঃ নিয়ামত উল্লাহ (এমবিবিএস, ঢাকা ট্রেইন্ড ইন এনেসথিওলজি এন্ড পেডিয়াট্রিক মেডিসিন, মেডিকেল অফিসার মা ও শিশু।
রাজবাড়ী অঞ্চল এর রিজিওনাল ম্যানেজার মোঃ শামিমুর রহমান বলেন, সিএসএস এর স্থপতি স্বর্গীয় বেভারেন্ড পল মুন্সি এর স্মরণে এই ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি অঞ্চলের প্রায় দুইশত রোগী ফ্রি সেবা নিয়েছেন।