রাজবাড়ীর কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হৃদয় শেখ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে।
কালুখালী থানা পুলিশ জানায়, সোমবার (৩ জুন) হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মৃত্যুর আগে রবিবার (২ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি হতাশাজনক পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, “আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।”
এ ব্যাপারে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা জানান, শুনেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হৃদয় নামের ওই যুবক পরিবারের সবার অজান্তে ওড়না পেঁচিয়ে ঘরের সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে হৃদয় কী কারণে আত্মহত্যা করেছে, তা জানি না।
তিনি বলেন, ‘হৃদয় দুটি বিয়ে করলেও তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘদিন একাকীত্বে ভুগছিলেন সে।
কালুখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ব্যপারে কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।