Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে পাওনা টাকা চাওয়ায় মারপিট, থানায় অভিযোগ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার সাওরাইল ইউনিয়নে জমিতে সেচ দেওয়ার টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিন নগর বাথান গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাঈম দক্ষিন নগর বাথান গ্রামের মাঠে নিজের জমি ও বিভিন্ন কৃষকের জমিতে কৃষি কাজে ব্যবহৃত শ্যালো মেশিন দ্বারা পানি সরবরাহ করে। এরই ধারাবাহিতায় একই গ্রামের কাঞ্চন মন্ডল, জিল্লু মন্ডল, সাচ্চু মন্ডল,রেজাউল মন্ডল, জাফর মন্ডলের ক্ষেতে সেচ দিয়েছিল প্রায় ১৫ দিন আগে। বিভিন্ন সময় সেচ দেওয়া বাবদ তাদের নিকট ২৫০০/- টাকা বকেয়া ছিল এ টাকা চাইতে গেলে তারা নানা ভাবে গড়িমসি করে।

গত ১৪ এপ্রিল বিকালে বি-কয়া বাজারে তাদের কাছে পাওনা টাকা চাইলে তারা টাকা না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে টাকা দিবে না বলে জানান। কেন টাকা দিবেন না বললেই তারা নাঈমকে মারপিট করে গুরুত্বর জখম করে এতে তার মাথা জখম হয়। সেই সাথে পূনরায় টাকা চাইলে প্রাণে মারার হুমকি দেয়।

এ সময় স্থানায়ীরা এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে নাঈমকে তার পরিবার কালুখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। রবিবার হাসপাতালে নাঈমকে দেখতে গেলে তার অবস্থা গুরুত্বর অসুস্থ্য হিসেবে দেখা যায়। এ ঘটনায় নাঈমের পিতা মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে গত ১৫ এপ্রিল কালুখালী থানায় কাঞ্চন মন্ডল, জিল্লু মন্ডল, সাচ্চু মন্ডল, রেজাউল মন্ডল, জাফর মন্ডল কে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নাঈম কালুখালী সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বিকয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই কামরুল হাসান এর সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!