পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় শোভাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষকবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় পাংশা সরকারি কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু ¯েøাগানে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পাংশা সরকারি কলেজ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম চত্বরে উপজেলা শিক্ষক দিবস পরিচালনা কমিটির আহবায়ক ও পাংশা সরকারি জলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক দিবস পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু, হাবাসপুর ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফ হোসেন, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, এয়াকুব আলী চৌধরী বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ ডঃ মাহাবুরবুর রহমান, সহ অন্যান্যরা ।