নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৪ অক্টোবর সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত দুটি সেশনে এ প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা রিসোর্স সেন্টারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সূবর্ণা রানী শাহা, উদ্বোধনকালে তিনি বলেন তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে তথ্য পাওয়ার আবেদন করতে হবে। তিনি আরও বলেন সরকারের অনুদান গ্রহণ করে সকল কর্মকর্তাদের হাসিমুখে জনগণের সেবা প্রদান করার অভিমত প্রকাশ করেন। বিশেষ করে তথ্য প্রদান করার মত কোন তথ্য গোপন করা যাবেনা। সর্বপরি তিনি নিজের দায়িত্ব নিয়ে নিজেকে খুশি থাকতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব এর সভাপতিত্বে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সেমিনারের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পরিচালক তথ্য কমিশন মোঃ সালাহ উদ্দিন, তিনি তার উপস্থাপনায় তথ্য অধিকার আইন সম্পর্কে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিক শিক্ষকগন সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান করেন।
এসময় অন্যন্যাের মধ্যে উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়ার্দ্দার,ওসি তদন্ত কালুখালী থানা মো. আঃ গণি ও সহ- কারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কালুখালী মোঃ মিলন হোসেন উপস্থিত ছিলেন।