কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে কালুখালী উপজেলা ছাত্রলীগ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালুখালী রেলস্টেশন চত্ত¡রে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের এর রাজনৈতিক কার্যালয়ে বিশাল একটি কেক কাটা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, ইউসুফ হোসেন উপস্থিত থেকে কেক কাটেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সহ-সভাপতি শিহাব উদ্দীন বিপুল, মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।