॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মেরড়া গ্রামের এক স্কুলছাত্রকে বাড়ী থেকে ডেকে নিয়ে মারপিট করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
সে আখরজানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার বিবরণে ঐ স্কুলছাত্রের পিতা মোঃ শাহিন খান জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ী থেকে আমার ছেলে আশিক খান (১৭) কে একই গ্রামের ময়নু মন্ডলের ছেলে রবিন ও সিরাজ মন্ডল এর ছেলে রবিউল সুকৌশলে ডেকে নিয়ে মেরড়া মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে আগে থেকেই পূর্বপরিকল্পিতভাবে আখরজানি গ্রামের আতাই মন্ডলের ছেলে ইমরান খলিল মন্ডলেল ছেলে শিমুল ও আজু মন্ডলের ছেলে মুরাদ সহ অজ্ঞাতনামা ৫/৭ জন দূর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় পাংশা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ সংবাদে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্কুলছাত্রের পিতা মোঃ শাহিন খান বাদী হয়ে বুধবার (২১ এপ্রিল) কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছে।