রাকিব আল হাসান, শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। সকালে সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ উপলক্ষে ঐ দিন সকাল ৮টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আঃ গনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ,
পাংশা হাইওয়ে থানার পক্ষে এসআই মো: সিপন মিয়া ও এসআই মাহফুজুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা যুবলীগের পক্ষে আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা সহ অন্যান্য যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর রুকু সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ,
উপজেলা জাতীয় পার্টির পক্ষে সভাপতি মোঃ আবুল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক আঃ মান্নান সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ, রতনদিয়া ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা নেতৃত্বে অন্যান্যরা, মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সভাপতি একেএম রোকনুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্যরা, সাওরাইল ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগের পক্ষে চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী সহ অন্যান্যরা, কালুখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, কালুখালী সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসান এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ,
কালুখালী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মমতাজ বেগমের নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বৃহত্তর চরাঞ্চলের পক্ষে সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও মফিজ উদ্দীনের পক্ষে অন্যান্যরা, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষে সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অশোক কুমার দত্ত ও ডাঃ গোপাল সিকদার, কোষাধ্যক্ষ ফজলুর রহমান সহ অন্যান্যরা, উপজেলা দলিল লেখক সমিতির পক্ষে সভাপতি মোঃ বাহারুল আলম, সহ-সভাপতি নুরুল ইসলাম বকু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোনাক্কা মেম্বার ও জালাল উদ্দিন ফকির সহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা কর্মচারী ক্লাবের পক্ষে সভাপতি মোঃ আয়ুব আলী, সাধারণ সম্পাদক শেখ শাহাজুদ্দিন সাবু ও কোষাধ্যক্ষ শাজাহান মন্ডল সহ অন্যান্যরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।