নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ নানা আয়োজনে সমাপ্ত হয়েছে। সপ্তাহ শুরুর প্রথম থেকেই কালুখালী উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে বাস্তবায়ন করেছে। প্রথমে মাইকিং, মাটি পরীক্ষা, বাজার অভিজান, পুকুরের পানি পরীক্ষা, জলাশং সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে উপকরণ ও মাছের পোনা বিতরণ সহ নানা আয়োজন করা হয়।
সমাপনী দিনে রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম এর সভাপতিত্বে জুম ক্লুড মিটিং এর মাধ্যমে জেলা ও উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সাথে মত বিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর সদস্য সচিব ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল রাজবাড়ী ২১-২৭ জুলাই তারিখে ৭ দিন ব্যাপী উদযাপিত অনুষ্ঠান এবং রাজবাড়ী জেলায় মৎস্য সম্পদের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।